মো. মনিরহোসেন,কোয়ালালামপুর থেকে: লিংকন বিশ্ববিদ্যালয়ের কলেজের সমাবর্তন অনুষ্ঠানটি আজ সকাল ৯ টায় শুরু হয়ে ১২ টায়শেষ হয়। শহরের কেলানাজায়ার গ্রেস কনভেনসন সেন্টারে অনুষ্ঠিত সমাবর্তনে ৩৫০ জন শিক্ষার্থী সমাবর্তিত হয়। এর মধ্যে ১৬০ জন বাংলাদেশী।
সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেপালের শিক্ষামন্ত্রী মিসেস চিত্রলেখা ইয়াদেব। প্রতিষ্ঠাানটির প্রো-চ্যান্সেলর প্রফেসর দাতুক ড.বিবি ফ্লোরিনা আব্দুল্লাহ’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মালয়শিযাস্থ লিবিয়া দূতাবাসের একাডেমিক কনসুলার ড. সামির এ এস কার্সম্যান এবং প্রতিষ্ঠানটির উপাচার্য প্রফেসর ড. অমিয়া ভৌমিক প্রমুখ।
বাংলাদেশী শিক্ষার্থীদের ব্যাপক সাফল্যে বাংলাদেশ কমিউনিটিতে চলছে আনন্দ উৎসব। এপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির দক্ষিন পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এস এম জহিরুল ইসলাম সবুজ বলেন, আমার ছেলে-মেয়েদের সাফল্যে আমি গর্বিত । আশা করি এই সাফল্যকে পাথেয় করে তারা আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের উন্নয়নে কাজে লেগে যাবে।