কুমিল্লায় ১৫ ইউপিতে বিদ্রোহী প্রার্থীর জয়, ৭টিতে জয় পেয়েছে নৌকা

Slider জাতীয়

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে কুমিল্লার দুই উপজেলার ২৩টি ইউনিয়নের ৭টিতে নৌকা প্রতীকের, ১৫টিতে বিদ্রোহী ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

এছাড়াও উপজেলার ভানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের নূরুজ্জামান ভূঁইয়া মুকুলের মৃত্যুতে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।

জানা গেছে, দেবিদ্বার উপজেলার চার ইউনিয়নে নৌকা প্রতীকের জয় হয়েছে। এরা হলেন ৯ নম্বর গুনাইঘর উত্তরে মো. মোকবল হোসেন মুকুল,১০ নম্বর গুনাইঘর দক্ষিণে হুমায়ূন কবির, ১৪ নং সুলতানপুর প্রফেসর হুমায়ূন কবির ও বড়কামতা ইউনিয়নে নুরুল ইসলাম।
এছাড়াও ৯টিতে নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছেন। এরা হলেন ১নং বড়শালঘরে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আব্দুল আউয়াল, ৩নং রসুলপুরে ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী শাহজাহান সরকার, ৪নং সুবিলে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী গোলাম সরোয়ার মুকুল ভুইয়া, ৮নং জাফরগঞ্জে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম, ১১নং রাজামেহারে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী জসিম সরকার, ১৩নং ধামতীতে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মিঠু, ১৫নং এলাহাবাদে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন, ১৬নং মোহনপুরে মোটর সাইকেল প্রতীকের ময়নাল হোসেন ও ফতেহাবাদে দোয়াত-কলম প্রতীকের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান মাসুদ। ২নং ইউসুফপুরে জয়লাভ করেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকারিয়া।

এদিকে বুড়িচংয়ে ৯টি ইউনিয়নে ৩টিতে নৌকা ও ৬টিতে নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন। ২নং বাকশীমূল ইউনিয়নে নৌকা প্রতীকের আবদুল করিম, ৩নং সদর ইউনিয়নে নৌকা প্রতীকের জয়নাল আবেদীন, ৪নং ষোলনল ইউনিয়নে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী হাজী বিল্লাল, ১নং রাজাপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী কাসেম মাস্টার, ৬নং ময়নামতি ইউনিয়নে নৌকা প্রতীকের লালন হায়দার, ৫নং পীরযাত্রাপুরে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব আবু তাহের, ৭নং মোকাম ইউনিয়নে চশমা প্রতীকের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী, ৮নং ভারেল্লা উত্তরে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী ইস্কান্দর আলী, ৯নং ভারেল্লা দক্ষিণে ঘোড়া প্রতীকের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক।

কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, ‘বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণার পর প্রার্থীরা ফলাফল মেনে নিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *