বান্দরবান: বান্দরবানে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন।
সোমবার (২৪ জানুয়ারি) বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে সদরে ৫৭ জন, রোয়াংছড়িতে পাঁচ, রুমায় এক, থানচিতে এক, লামায় আট এবং আলীকদমে দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২হাজার ৬শ’ ৬৩জন। আর করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জন মৃত্যুবরণ করেছেন।
ডা. অং সুই প্রু মারমা বলেন, জেলায় এই পর্যন্ত ২ হাজার ৬শ’ ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে ২হাজার ৩শ’ ৬৩ জন সুস্থ হয়েছেন।