ঢাবি: দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সূত্রে এই তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস অব্যাহত থাকবে।
২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠাণ বন্ধ করে দেয়া হয়। করোনা সংক্রমণের জেরে প্রায় দেড় বছর বন্ধ ছিলো সব শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টেম্বরে খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো।