৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Slider খেলা

65424_Bangladesh-2

তিলকারতেœ দিলশান ও কুমারা সাঙ্গাকারার চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশকে ৩৩৩ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। জবাবে ১৫.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮৪ রান। তামিম শূণ্য, সৌম্য ২৫, মুমিনুল ১ ও এনামুল ২৯ রানে আউট হয়েছেন। মাহমুদুল্লাহ ১৯ ও সাকিব শূণ্য রানে ব্যাটিং করছেন। মেলবোর্নে আজ টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। দিলশান ও লাহিরু থিরিমান্নের ওপেনিং জুটি থেকে ১২২ রান পায় তারা। থিরিমান্নে ৫২ রান করে রুবেল হোসেনের বলে আউট হন। দ্বিতীয় উইকেটে ২১০ রানের অপরাজিত জুট গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন দিলশান ও সাঙ্গাকারা। ১৪৬ বলে ১৬১ রানের চমৎকার ইনিংস খেলেন দিলশান। ২২ চারে এই রান করেন তিনি। আর ৭৬ বলে ১০৫ রানের ঝড়ো ইনিংস খেলেন সাঙ্গাকারা। ১ ছক্কা ও ১৩ চারে ইনিংসটি সাজান তিনি। এ সুবাদে নির্ধারিত ওভারে সংগ্রহ ১ উইকেটে ৩৩২ রানের পুুঁজি পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল: তামিম, এনামুল, সৌম্য, মাহামুদুল্লাহ, সাকিব, মুশফিক, মুমিনুল, সাব্বির, মাশরাফি, রুবেল ও তাসকিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *