পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে অপহরণের ১৮ দিন পর অপহৃত মাদরাসা ছাত্রী (১৫) কে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে তাকে বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলা থেকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপহরণকারী মো. ছিদ্দিকুর রহমানকে (২১) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ছিদ্দিকুর রহমান বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার বুনাহায় ইউনিয়নের পাতুশা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
আর ওই মাদরাসা ছাত্রীর বাড়ি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামে। সে পাশ্ববর্তী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, ২৭ডিসেম্বর ওই মাদরাসা ছাত্রী অপহৃত হয়। পরে ০১ জানুয়ারি অপহৃত ওই মাদরাসা ছাত্রী অজ্ঞাত স্থান থেকে তার পিতা-মাতাকে ফোন দেয়।
সে সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে তাকে বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার বুনাহায় ইউনিয়নের পাতুশা গ্রাম থেকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীকেও আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হবে।
অপহৃত ওই মাদরাসা ছাত্রীর পিতা-মাতা জানান, অপহরণকারী তাদের গ্রামের (শ্রীরামকাঠী) আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে কারো সহযোগিতায় এ ঘটনা ঘটিয়েছে।