বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনার সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রন। এর প্রভাবে পাকিস্তানে হু হু করে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে সংক্রমণ ৪৬ শতাংশ বেড়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পাকিস্তানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯ জন। আগের দিন বুধবার পাকিস্তানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৭৪ জন। শতকরা হিসেবে দেখা গেছে বুধবার থেকে বৃহস্পতিবার- ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা পজিটিভ শনাক্তের হার বেড়েছে ৪৬ শতাংশ।
এছাড়া, বৃহস্পতিবার গত চার মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণও দেখেছে পাকিস্তান। এর আগে গত বছর ১৫ সেপ্টেম্বর ৩ হাজারের বেশি মানুষ করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৫ জন।