শনাক্তের হার ৮.৯৭ নতুন শনাক্ত ২৪৫৮ জন, আরও ২ জনের মৃত্যু

Slider জাতীয়


দেশে করোনার সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশে পৌঁছেছে। যা আগের দিন ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ। নতুন শনাক্তের ৮৪ শতাংশই ঢাকা মহানগরের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১০৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৫৮ জন। আগের দিন এই সংখ্যা ছিল ২২৩১ জন।
সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ২৭৪ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭০৯ টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৩৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *