অবস্থান পরিষ্কার করতে পারলেন না মান্না

Slider জাতীয়

65123_manna

  ফোনালাপ নিয়ে সৃষ্ট বিতর্কে অবস্থান পরিষ্কার করতে পারলেন না নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কথা ছিল তার। ব্যাখ্যা দেয়ার কথা ছিল ফোনালাপের। কিন্তু এরআগে রাত সাড়ে ৩টার দিকে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা আটক করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী মেহের নিগার। ভাতিজি শাহনামা শারমিনের বাসা থেকে মান্নাকে আটক করা হয়। শাহনামা শারমিন জানিয়েছেন, রাতে ডিবি পুলিশ পরিচয়ে তাদের ঘরের দরজা নক করা হয়। দরজা খোলার পর তারা মান্নাকে নিয়ে যায়। তাদেরকে বলা হয়, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ঢাকা মহানগর গোযেন্দা পুলিশের যুগ্ম কমিশনার ও ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলামের দাবি মাহমুদুর রহমান মান্নাকে আটক করেনি ডিবি পুলিশ। তিনি বলেছেন, ‘মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে একাধিক জিডি দায়ের করা হয়েছে। এসব ডিবির তদন্ত শেষেই হয়তো তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। কিন্তু তাকে ডিবি পুলিশ আটক বা গ্রেপ্তার করেনি।’ মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে তার পরিবার। প্রশ্ন দেখা দিয়েছে তিনি আসলে কোথায়? ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রোববার বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে  তার ফোনালাপ প্রকাশিত হওয়ার পর নানা আলোচনা-সমালাচনা তৈরি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *