বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

Slider জাতীয়

Fisharman_203171353

ছবি: (ফাইল ফটো)

বাগেরহাট: বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আবারো ফিসিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আটকদের বাগেরহাটের মংলা উপজেলার দিগরাজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাটিতে আনার কথা রয়েছে।

মংলা থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী  জানান, নৌবাহিনীর পক্ষ থেকে ১৪ জেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটক জেলেদের মংলা থানা পুলিশের কাছে রাতেই হস্তান্তর করবে নৌবাহিনী।

রোববার সন্ধ্যায় নৌবাহিনীর জাহান বিএনএস মেঘনা মংলা বন্দর থেকে প্রায় ৯৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেরারওয়ে বয়া এলাকার অদূরে টহল দিচ্ছিল। নিয়মিত টহলের সময় তারা বাংলাদেশ সমুদ্রসীমায় ‘এফবি কামিলী কামিনী’ নামে একটি ভারতীয় ফিসিং ট্রলারকে মাছ ধরতে দেখে।

এসময় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ওই ফিসিং ট্রলার এবং তাতে থাকা ১৪ জন ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনীর সদস্যরা।

আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

আটক ১৪ জেলেকে সোমবার রাতেই বাগেরহাটের মংলা থানায় হস্তান্তরের করার কথা রয়েছে।

এর আগে চলতি মাসের (ফেব্রুয়ারি) ৪ ও ৭ তারিখে সাগরের একই এলাকা থেকে ৩টি ট্রলারসহ ৩৪ জন এবং ২টি ট্রলারসহ ২৭ জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌ বাহিনী। পরে তাদের আদালতের মাধ্যমে বাগেরহাটে জেলার কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *