পরবর্তী নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে সংলাপ আহ্বান করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আগামী সোমবার থেকে এই সংলাপ শুরু হবে। প্রথম দিন জাতীয় পার্টিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংলাপের মাধ্যমে সার্চ কমিটি করে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন প্রেসিডেন্ট। এবারও একই প্রক্রিয়ায় পরবর্তী নির্বাচন কমিশন গঠন করা হবে-এমনটাই ধারণা করা হচ্ছে। যদিও বিভিন্ন রাজনৈতিক দল আগে আইন প্রণয়ন করে কমিশন গঠনের পক্ষে।
আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। ২০১৬ সালের ১৮ই ডিসেম্বর বিএনপি’র সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু করেছিলেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। একমাস ধরে ৩১টি দলের সঙ্গে আলোচনা করেন তিনি।