গাজীপুর: ভাগ্যে থাকলে ঠেকায় কে! মেয়র নির্বাচন না করেও দ্বিতীয়বার মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন গাজীপুর সিটিকর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নান জেলে যাওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তৎকালিন কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এবার দ্বিতীয় মেয়াদের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পর আবারও ভারপ্রাপ্ত মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন আগের বারের কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। তিনি ২০১৩ সালের প্রথম নির্বাচনে ও ২০১৮ সালের দ্বিতীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন।
আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগেও তিনি দেশের বৃহত্তম এই সিটি কর্পোরেশনটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পর গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হন আসাদুর রহমান কিরণ।
বৃহস্পতিবার বিকেলে প্রজ্ঞাপন সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে বরখাস্ত করার কথা জানায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এরপর গঠন করা হয় তিন কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল, যাতে প্রথমে রাখা হয় কিরণের নাম।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, “আদেশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ্য সদস্যদের নিকট স্বীয় দায়িত্ব হস্তান্তর করবেন।”
আরেকটি প্রজ্ঞাপনে প্যানেল মেয়র ঠিক করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেখানে প্যানেল মেয়র হিসেবে যথাক্রমে আসাদুর রহমান কিরণ, মো. আবদুল আলীম মোল্লা ও মোসা. আয়েশা আক্তারকে মনোনীত করা হয়েছে। আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আব্দুল আলীম মোল্লা ৫২ নম্বর এবং আয়েশা আক্তার সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর।