আবুধাবিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ ১০ জনের মৃত্যু

Slider জাতীয়

64605_abudhabi

আবুধাবির মোসাফফাহ নামক স্থানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও অন্তত ২০জন। হতাহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কতোজন বাংলাদেশী মারা গেছেন এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করতে পারেনি। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন নিহতদের অন্তত তিনজন বাংলাদেশী। নিহতদের শরীর পুড়ে যাওয়ায় তাদের সনাক্ত করা যাচ্ছে না। স্থানীয় সূত্র জানায়, মোসাফফাহ এলাকার সাত নম্বর রোডের ১নম্বর গলিতে একটি টায়ারের দোকানে আগুন লাগে। এসময় নিহতরা ওই দোকানের উপরের তলায় ঘুমে ছিলেন। আবুধাবির বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আমান উল্লাহ চৌধুরী ঘটনা সম্পর্কে দেশের বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করতে পারলেও তাৎক্ষণিক হতাহতের সংখ্যা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত করে জানাতে পারেনি। নিহতদের মরদেহ আবুধাবী শেখ খলিফা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, আগুনের ঘটনায় ৪জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। তারা হলেন, এনামুল হক, ইসমাইল, আবদুস শুকুর ও মোহাম্মদ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *