দ্ইু বছরের জন্য জাতীয় সরকার চান জাফরুল্লাহ

Slider বাংলার মুখোমুখি


ঢাকা:দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, এই দুই বছরের মধ্যে দেশের অভাবগ্রস্ত ১০ কোটি মানুষের জন্য সুলভমূল্যে খাবার, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।

গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে ‘আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা প্রতিনিধিদের নিয়ে এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন এবি পার্টির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ ড. দিলারা চৌধুরী, কলামিস্ট গৌতম দাস, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেজর (অব) ডা. আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম ফারুক এবং পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র ও ভোট আজ এক অজানা শব্দে পরিণত হয়েছে; দেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। তিনি বলেন, ‘ভয়ের কিছু নেই, বিজয় আমাদের হবেই ইনশা আল্লাহ। এবি পার্টির নেতাকর্মীদের দেখে আজ আমি উজ্জীবিত হয়েছি, সাহস পেয়েছি। আপনারা তরুণ, আপনাদেরকেই এই দেশ গঠনে, অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করতে হবে। আমি বয়স্ক হলেও প্রয়োজনে হুইলচেয়ার নিয়ে আন্দোলনের সামনে থাকব।’

দিলারা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এক কঠিন সময় পার করছে। গণতন্ত্র উদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলে ভারত, চীন ও আমেরিকার টানাটানিতে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *