কাবুলে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল আইএস

Slider ফুলজান বিবির বাংলা


আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এদিকে এই বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট তথা আইএস। বৃহস্পতিবার রাতে আইএস তাদের নিজস্ব বার্তা সংস্থা আমাকের মাধ্যমে বিষয়টি জানায়। পাশাপাশি তারা ওই আত্মঘাতীর ছবিও প্রকাশ করে।

মূলত আইএস এর সহযোগী সংস্থা ইসলামিক স্টেট খোরাশান (আইএসআইএস-কে) এই হামলা চালিয়েছে। যারা এর আগে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে সিরিয়া ও ইরাকে যুদ্ধ করেছে।
হামলার দায় স্বীকার করে আইএস জানায়, তাদের আত্মঘাতী হামলকারী মার্কিন অনুবাদক ও সহযোগীদের ভীড়ের মধ্যে যেতে সক্ষম হয়। কাবুল বিমানবন্দরের ব্যারক ক্যাম্পের পাশে গিয়ে সে তার আত্মঘাতী হামলাটি চালায়। যাতে ৬০ জন নিহত হয় ও শতাধিক আহত হয়। নিহতদের মধ্যে নারী, শিশু, তালেবান ও মার্কিন সেনাও রয়েছে।

অবশ্য আইএসআইএস-কে তালেবানেরও পুরনো শত্রু। তারা দেশের বর্তমান অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে এই হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *