ঢাকা: দেশে একদিনে করোনায় আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৬২৭ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮০৮ জন এবং এখন পর্যন্ত ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৭৮৮টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৪৪টি নমুনা সংগ্রহ এবং ৩৩ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৪ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।