স্বপ্ন পূরণ উদ্যোক্তাদের গল্প অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি স্বপ্ন পূরণ গ্রুপের এক্টিভ সদস্য অন্নপূর্ণা দাসের সাথে।
ঃ আপু,প্রথমে ছোট করে আপনার পরিচয়টা দিন।
ঃ আমি অন্নপূর্ণা দাস। আমি সেই মেয়ে, যাকে একসময় সবাই অনন্যা দাস নামে চিনতেন।
আমি জন্মসূত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মেয়ে। আমার শৈশব কাটে ওখানেই। ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছি সেখানেই।
তারপর বাবার হাত ধরে ঢাকায় চলে আসি। আমি পূর্ব বাসাবো কদমতলা হাই স্কুলের ছাত্রী ছিলাম। সেখান থেকে থেকে বাকি পড়াশুনা মানে স্কুল ও কলেজ জীবন শেষ করি।
এরপর সংসার জীবনও শুরু হয় মায়াকানন, বাসাবো এলাকা থেকেই।
এককথায় বলা যায় আমার সব কিছু এখান থেকেই শুরু হয়।
ঃউদ্যোক্তা হওয়ার চিন্তা কেমন করে মাথায় এলো?
ঃউদ্যোক্তা এখনও আমি হইনি। তবে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছি। সফল উদ্যোক্তা হবো সে আকাঙ্খা মনে আছে, যদি সবার দোয়া আমার সাথে থাকে ইনশাআল্লাহ আমি সফল হবোই।
একসময় আমি ব্র্যাকের একাউন্টস সেকশনে কাজ করেছি অনেক দিন কিন্তু আমার ছেলেটা জন্ম হবার পর তাকে সামলানো সমস্যা হেতু জবটা ছেড়ে দিতে বাধ্য হই। এমন আরও কিছু কাজ বিভিন্ন সংস্থায় করার সুযোগ হয়েছিল। কিন্তু এখানেও “সন্তান মানুষ করো’
শ্লোগানের বশবর্তী হয়ে থেমে গিয়েছি।
তাই ভাবলাম ঘরে বসে কিছু করতে হবে যাতে সন্তান, সংসারও দেখতে পারি,নিজের কাজকেও এগিয়ে নিয়ে যেতে পারি।
সেখান থেকেই উদ্যোক্তার হওয়ার চিন্তা মাথায় এলো।
ঃআপনার উদ্যোগের নাম কি? এই নামকরণের কারণ কি?
ঃআমার উদ্যোগের নাম রূপিনী । রূপিনী শব্দের আভিধানিক অর্থ নারী।
তো আমি যেহেতু মেয়েদের পণ্য নিয়ে কাজ করি তাই এমন একটা নাম হলে হয়তো ভালো লাগবে এই চিন্তা থেকেই আমি আমার উদ্যোগের নাম রূপিনী রেখেছি।
আমার উদ্যোগে রয়েছে মুলত সুতি , বাটিকসহ সব ধরনের থ্রিপিস, মোম বাটিকসহ সব ধরনের বেডকভার আরও আছে
বাটিক শাড়ী, জুম শাড়ী, খেশ শাড়ী। তাছাড়া ভবিষ্যতে গহনা নিয়েও কাজ করার ইচ্ছে আছে।
ঃউদ্যোক্তা জীবনের স্মরণীয় একটি ঘটনা বলুন।
ঃ উদ্যোক্তা জীবনের স্মরনীয় ঘটনা হলো, একবার আমার পরিচিত এক কাস্টমারের কাছে পণ্যের সঠিক দাম না জেনেই তার কাছে একটা বেডশিটের অর্ডার নেই।
পণ্য ক্রয় করতে গিয়ে দেখি আমি তাকে আমার কেনা দামের চেয়েও অনেক কম দামে অর্ডার নিয়েছি। পণ্য ক্রয় করতে গিয়ে আমি বোকা বনে গেলাম।আর ভাবলাম হায় আল্লাহ এ আমি কি করলাম?
লাভ তো নাই পুরাই লস প্রজেক্ট।কাস্টমারের সাথে বিষয়টা শেয়ার করায় সে পরে কিছু টাকা বাড়িয়ে দিয়েছিল। সে যাত্রা আমি লসের হাত থেকে খানিকটা রেহাই পেয়েছিলাম। তাই সবার কাছে অনুরোধ পণ্যের সঠিক দাম জেনে ও নিজের লাভ রেখে অর্ডার কনফার্ম করুন।আমার মতো বোকামী কেউ করবেন না।
ঃআপনার উদ্যোক্তা জীবনে আপনি কতটা সফল বলে মনে করেন?
ঃসফলতা শব্দের সাথে কঠোর পরিশ্রম ও লেগে থাকার একটা বিষয় থাকে।যারা পরিশ্রমী এবং কাজকে ভালোবেসে লেগে থাকে তারা সফল হবেই।আমার উদ্যোগের শুরুর দিকে আমি ভীষণ পরিশ্রমী ছিলাম আর তার মূল্য হিসেবে পেয়েছিলাম
♥️ স্বপ্ন পূরণ গ্রুপের পক্ষ থেকে বিশেষ উদ্যোক্তা সম্মাননা♥️
এটুকুই আমার সফলতা।
লেগে থাকলে সফল হওয়া যায় এটা একটা সত্যি কথা।
অসুস্থতার কারণে আমি আমার উদ্যোগ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলাম।
স্বপ্ন পূরণ গ্রুপের এডমিন খায়রুননেসা রিমি আপুর অনুপ্রেরণায় এখন আবার নতুন করে স্বপ্ন দেখছি সফল হওয়ার।
রিমি আপুর মতো মানুষেরা পাশে আছে বলেই আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তারা সফল হওয়ার স্বপ্ন দেখে।
ঃসংসার জীবন এবং উদ্যোক্তা জীবন একসাথে চালাতে গিয়ে কখনও কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি?
ঃসংসার জীবনে যতটা শ্রম দেয়া প্রয়োজন ততটা দিয়েই আমি আমার উদ্যোগ নিয়ে কাজ করি তাই কোন সমস্যা হয় না।
তবে সময় ভাগ করে নিলে সমস্যা হওয়ার কথা না।
ঃআপনার উদ্যোগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই কাজে যারা আপনাকে অনুপ্রেরণা দিয়েছে তাদের নাম বলুন…
ঃআমার উদ্যোগটা আর একটু বড় হোক এটাই আমি চাই। আমি আরও যেটা চাই তা হলো অন্তত ১০০ জন ক্রেতা আমার নির্দিষ্ট থাকবে।মানে ১০০ জন রিপিট কাস্টমার থাকবে যাতে আমার সেল নিয়ে আমাকে কখনই ভাবতে না হয়।
আমরা ক্ষুদ্র উদ্যোক্তা তাই আমাদের স্বপ্নও ক্ষুদ্র।ইনশাল্লাহ আমি সফল হবো এই আশা আমি মনে পোষন করি এবং সেই অনুযায়ী কাজ করে যাবো।আর রিমি আপুর মতো মানুষ পাশে থাকলে সফল না হওয়ার কোনো সুযোগ নাই।আপু আমাকে বোনের মতো করে যেকোনো বিষয়ে পরামর্শ দেন।আমি আমার জীবনের সকল কথা আপুর সাথে শেয়ার করি।
আমাদের সকল নারীর মনে গোপন কিছু কষ্ট থাকে যা সবার কাছে শেয়ার করা যায় না।রিমি আপু এমন একজন মানুষ যার কাছে দুঃখ শেয়ার করলে দুঃখ কমে।বিভিন্ন কারণে মাঝে মাঝে হতাশায় ডুবে যাই।রিমি আপু আমাকে সেই হতাসা থেকে টেনে তুলেন।রিমি আপুর মতো মানুষ পাশে আছে বলেই আমি এখনও সফল হওয়ার স্বপ্ন দেখি।তাই স্বপ্ন পূরণ গ্রুপ ও খায়রুননেসা রিমি আপুর প্রতি আমি ভীষণ
কৃতজ্ঞ।
সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কাস্টমারদের প্রতি যারা আমার পণ্য কিনে আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করছেন।কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা বাবার প্রতি, তারা পাশে ছিলেন বলেই আজ আমি এত দূর আসতে পেরেছি।
ঃ অনেক ধন্যবাদ আপনাকে।
উদ্যোক্তাদের গল্প অনুষ্ঠানে আপনি আপনার অজানা অনেক কথা শেয়ার করলেন।
ভালো লাগলো আপনার গল্প শুনে।দোয়া করি আপনার সকল স্বপ্ন সফল হোক।
ঃ স্বপ্ন পূরণ গ্রুপ ও গ্রুপের এডমিন খায়রুননেসা রিমি আপুর প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে সহায়তা করার জন্য।