গাজীপুরে ২৪ ঘন্টায় রেকর্ড শনাক্ত ৪০৫, মৃত্যু ২

গ্রাম বাংলা

ফাহিমা নূর, গাজীপুরঃ গাজীপুরে করোনায় আক্রান্তের হার সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০৫জন ও মৃত্যু হয়েছে ২ জনের। করোনায় আক্রান্তের হার ৬৮.৯৯%।

আজ রোববার গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।

সরকারি এই সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় ৪০৫ ব্যাক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে সদরে ১৯০ শ্রীপুরে ১১০, কালিয়াকৈরে ১৯, কাপাসিয়াতে ৬৮ ও কালিগঞ্জে ১৮। নতুনভাবে মারা গেছেন আরো ২ জন । এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৩৪০জন।

গত ২৪ ঘন্টায় ৫৮৭টি নমুনা পরীক্ষায় ৪০৫জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে গাজীপুরে মোট আক্রান্ত ১৮৭৪৭ জন। এর মধ্যে সদরে ১১৫০৯, শ্রীপুরে ২৪২২, কালিয়াকৈরে ১৯১৪, কাপাসিয়ায় ১৫৩০ ও কালিগঞ্জে ১৩৭২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *