রিয়াদ কার্গো এ্যাসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

Slider সারাবিশ্ব

Saudi Arabia-Bangladesh

সৌদি আরব করেসপন্ডেন্ট

রিয়াদঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের কার্গো ব্যবসায়ীদের সংগঠন কার্গো এ্যাসোসিয়েশনের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার (১০ফেব্রুয়ারী) বাথাস্থ আল্লারাখা হোটেল আয়োজিত আহ্বায়ক কমিটির সভায় ৩১সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ২১সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

এ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুল হক রিপনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা একেএম ওয়াহিদুল করিম। এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম সুমন, আব্দুস সাত্তার, শহীদুল ইসলাম, শহীদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আল-আমীন, সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, আবু তাহের ভুঁইয়া প্রমুখ।

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তারকে (এনএস কার্গো) সভাপতি করে ঘোষিত ৩১সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মহি উদ্দিন আহমেদ (সন্দরবন কার্গো), সহসভাপতি যথাক্রমে মোঃ মুজিবুর রহমান (এসএ কার্গো), মোহাম্মাদ সোলায়মান (আল্লা রাখা কার্গো), মাওঃ আবু তাহের (আরাফাত কার্গো), হাজী আলমগীর হোসেন (আরাফাত কার্গো ২)।

সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম আল (বারাকা কার্গো), সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক  মোঃ নাইমুল হক রিপন (সবুজ বাংলা কার্গো), যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে  নজরুল ইসলাম (মক্কা কার্গো), মোহাম্মাদ আল আমীন (তাকওয়া কার্গো), মোঃ গোলাম সারোয়ার আপেল, জাহাঙ্গীর আলম হৃদয় (মদিনা কার্গো)।

সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ পাটোয়ারী (গাজীপুর কার্গো), সহ সাংগঠনিক যথাক্রমে সম্পাদক নিজাম উদ্দিন (মোবারক কার্গো), ইসমাইল মজুমদার (গ্রাম বাংলা কার্গো), মোঃ মাহফুজুর রহমান চৌধুরী (ওয়েলকাম কার্গো)।

আনোয়ার সাহাদাৎ (মায়ের দোয়া কার্গো) অর্থ সম্পাদক, আব্দুর রহমান কুদ্দুস (সিনথিয়া কার্গো) সহ অর্থ সম্পাদক, কাজী মিলন (আমানত কার্গো) সহ অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম ভূঁইয়া শামীম (কুমিল্লা কার্গো), সহ দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (বাংলা বাজার কার্গো), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামসুজ্জামান টিপু (রিম কার্গো), সহ তথ্য সম্পাদক মোঃ নেসার উদ্দিন বাবূ (এ আর কার্গো), ধর্ম বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ কোরাইশী (আল ফালাহ কার্গো), প্রচার সম্পাদক হাফেজ আবদুল কাদের (বিছমিল্লাহ কার্গো), সহ প্রচার সম্পাদক আমির হোসেন (কিংডম কার্গো), আপ্যায়ন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম পাটোয়ারী (কোল কার্গো), সহ আপ্যায়ন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (বি বাড়িয়া কার্গো), সমাজ কল্যাণ সম্পাদক সামসুজ্জামান জামান (ঢাকা কার্গো), সাংস্কৃতিক সম্পাদক সাইফুদ্দিন নোমান (ইউনিক কার্গো), ক্রীড়া সম্পাদক আবদুল আলিম ভুঁইয়া বেলাল (মায়ের কার্গো)।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন,  প্রধান উপদেষ্টা  একেএম ওয়াহিদুল করিম (আল আম্মাল  কার্গো), সিনিয়র উপদেষ্টা আশরাফুল ইসলাম সুমন (গ্রাম বাংলা কার্গো) উপদেষ্টা যথাক্রমে আবু তাহের ভুঁইয়া (ময়নামতি কার্গো), গাজী মোঃ বেলায়েত হোসেন (বাথা কার্গো), মোঃ দেলোয়ার হোসেন (তিতাস কার্গো),  হেলাল সরকার (বাংলাদেশ বুক) আবু ছাঈদ (দিগন্ত কার্গো), সফিকুর রহমা্‌ন  (রিলেশান কার্গো), আলহাজ আবুল কালাম (কেবি কার্গো), জামাল মিয়া (বাংলাদেশ কার্গো), নুর হোসেন (বাথা কার্গ), মাওলানা হেলাল (বাথাহ কার্গো), মোহাম্মাদ টিটূ (ইভরা কার্গো), গোলাম মোস্তফা (বিছমিল্লাহ কার্গো), মোঃ সাইদুল ইসলাম (বাচ্চু মিয়া) (সেলিম কার্গো), মোঃ আশিকুর রহমান(আল আমীন কার্গো), মোঃ নুরুল হুদা (ফেনী কার্গো), মান্নান ভুঁইয়া (ভূঁইয়া কার্গো) জাকির হোসেন (জান্নাত কার্গো), কাজী আহম্মদুল্লা সুমন (আল মদিনা কার্গো), মিন্টু মুরাদ (কিংডম কার্গো)।

এছাড়াও সভায় আগামী ১৭ফেব্রুয়ারী (মঙ্গলবার) নবগঠিত উপদেষ্টা ও কার্যকরি কমিটির পরিচিতি সভার তারিখ নির্ধারন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *