ঢাকায় পৌঁছে ভোগান্তির শিকার হাজারো মানুষ

Slider জাতীয়

সকাল থেকে একে একে সদরঘাটে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো। প্রতিটি লঞ্চ যাত্রীতে কানায় কানায় পূর্ণ। লঞ্চ থেকে নেমেই ভোগান্তির শিকার হন এসব যাত্রী। এদিকে করোনা নিয়ন্ত্রণে ৮ দিন শিথিলের পর আজ সকাল ৬টা থেকে ফের শুরু হয়েছে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে গণপরিবহন, গার্মেন্টসহ সব ধরনের শিল্পকারখানা।
পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে লঞ্চযোগে ঢাকায় এসেছেন কিরন মাহমুদ। তিনি বলেন, সকাল ৬টায় ঘটে আসছি। সঙ্গে স্ত্রী আর চার বছর বয়সী মেয়ে।

যেতে হবে রায়েরবাগ। দুই ঘণ্টায়ও কোনো যানবাহনের ব্যবস্থা করতে পরিনি। দুই-একটা রিকশা পাওয়া যায়, তাও ২শ টাকার ভাড়া ৫শ’ টাকা চাচ্ছে। অতঃপর ভেঙে ভেঙে দুই রিকশায় যাচ্ছি। বনি আমিন নামে একজন জানান, পটুয়াখালী থেকে এসেছেন ময়মনসিংহ যাবেন। কিন্তু লঞ্চ থেকে সদরঘাট নামার পর কোন গণপরিবহন পাচ্ছেন না। সরজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, শুধু রিকশা ও দুই একটি ভ্যান ছাড়া কোনো গণপরিবহন নেই। দাঁড়িয়ে আছেন হাজার হাজার মানুষ। দেশের দক্ষিণাঞ্চল থেকে আসা এসকল যাত্রীর ভোগান্তির যেন শেষ নেই। অনেকে ব্যাগ কাঁধে ঝুলিয়ে হেঁটে রওনা দিয়েছে গন্তব্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *