গাজীপুরে ২৪ ঘন্টায় ২৪৫ জন করোনা আক্রান্ত, মৃত্যু ২

Slider গ্রাম বাংলা


ইসমাঈল হোসেন, গাজীপুর: গত ২৪ ঘন্টায় গাজীপুরে সর্বোচ্চ ২৪৫ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন করে মারা গেছেন ২ জন।

আজ শুক্রবার বেলা ১.০৩ মিনিটে গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়। সরকারি এই সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় ২৪৫ জন ব্যাক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১১৫, শ্রীপুরে ৪৮, কালিয়াকৈরে ২৮, কাপাসিয়ায় ৪০ ও কালিগঞ্জে ১৪ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় করোনায় নতুনভাবে ২ জন মারা গেছেন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ২৮২। সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ৬৬৫টি নমুনার মধ্যে ৪৬২টি নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে ২৪৫টি । গত ২৪ ঘন্টায় পরীক্ষার শতকরা ৫৩.০৩ ভাগ আক্রান্ত হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুরে সর্বমোট ১৫২৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৯৬৬৫, শ্রীপুরে ১১৮৫৯, কালিয়াকৈরে ১৬৬৪, কালিগঞ্জে ১০২৪ ও কাপাসিয়ায় ১০৪৩ জন । জেলায় সর্বমোট করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেছেন ২৮২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *