গাজীপুরে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৫৬ জন করোনা শনাক্ত

Slider গ্রাম বাংলা

ইসমাঈল হোসেন, গাজীপুর: গত ২৪ ঘন্টায় গাজীপুরে সর্বোচ্চ ২৫৬ জন করোনা শনাক্ত হয়েছেন।

আজ বুধবার গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়। সরকারি এই সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় ২৫৬ জন ব্যাক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ১৫৩, শ্রীপুরে ৫০, কালিয়াকৈরে ২৬, কাপাসিয়ায় ১৩ ও কালিগঞ্জে ১৪ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘন্টায় করোনায় নতুনভাবে কেউ মারা যায়নি। সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ৭২১টি নমুনার মধ্যে ৫১৬টি নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে ২৫৬টি । গত ২৪ ঘন্টায় পরীক্ষার শতকরা ৪৯.৫০ ভাগ আক্রান্ত হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুরে সর্বমোট ১৪৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৯৪১৫, শ্রীপুরে ১৭৬৯, কালিয়াকৈরে ১৬১৪, কালিগঞ্জে ৯৯০ ও কাপাসিয়ায় ৯৭০ জন । জেলায় সর্বমোট করোনা ভাইরাসে মৃত্যু বরণ করেছেন ২৭৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *