খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ২৩ জন, কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে দুজন, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৬ জনের। আজ বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানান।