কাপাসিয়া গবাদিপ্রাণীতে স্টেরয়েড, হরমোন অপপ্রয়োগ ও কুফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


ফাহিমা নূর, গাজীপুরঃ কাপাসিয়া উপজেলার প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ অফিস ও উপজেলা ভেটেরিনারি বিভাগের আয়োজনে পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উপলক্ষে গবাদিপ্রাণীতে স্টেরয়েড, হরমোন অপপ্রয়োগ ও কুফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার কাপাসিয়া প্রাণী সম্পদ অফিসের হল রুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার মোসা ইসমত আরা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা রাশেদুজ্জামান মিয়া, ভেটেরিনারি সার্জন ডা.আশরাফ হোসেন সেমিনার পরিচালনা করেন।
কাপাসিয়া উপজেলার প্রাণী সম্পদ অফিসের আওতাধীন খামারী,খাবার বিক্রেতা,ও সিআইজি সদস্যরা সেমিনারে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোসা ইসমত আরা বলেন কাপাসিয়া উপজেলার প্রাণী সম্পদের পরিবেশ উপযোগী একটি অঞ্চল। রাজধানীর নিকটতম হওয়ায় এখান থেকে অতি সহজে গবাদিপশু রপ্তানি করা যায়। এ বছর অনলাইনের মাধ্যমে গবাদিপশু কেনাবেচা করা হবে।

প্রাণী সম্পদ অফিসার ডা রাশেদুজ্জামান মিয়া বলেন প্রাণী সম্পদের অফিসের লোকজন একা চেষ্টা করলে হবে না,সকলের সহযোগিতা আধুনিক বিজ্ঞান সম্মত উপায়ে কাজ করে এ বিভাগকে অনেকদূর এগিয়ে নেয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *