ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনা নায়িকা পরীমনি জানিয়েছেন, থানা পুলিশ ও শিল্পী সমিতিতে অভিযোগ নিয়ে গেলেও তিনি কোনো প্রতিকার পাননি। বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। রোববার রাতেই সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি। অভিযোগের বিষয় জানিয়ে কান্নায় ভেঙে পরেন পরী। তিনি বলেন, আপনাদের জানানো ছাড়া আর কোনো উপায় নেই। গত কদিনে আমি শিল্পী সমিতি, থানা সব জায়গায় গিয়েছি। শেষ পর্যন্ত ফেসবুকে পোস্ট দিতে বাধ্য হয়েছি। আপনাদের মুখোমুখি হয়ে সব বলতে চাই আমি।
আপনারা আসুন বাসায়। আমি ক্যামেরার সামনে সব বলবো। তবে আজ রাতে যদি আমার কিছু হয় এই দায় কে নিবে?
উল্লেখ্য, রোববার রাতে প্রথমে এ নায়িকা প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে তিনি ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হওয়ার অভিযোগ করে এর বিচার দাবি করেছেন এ অভিনেত্রী।