বিনা খরচে মাসে ১০ হাজার শ্রমিক যাবে সৌদিতে

Slider অর্থ ও বাণিজ্য

thumb.php

বাংলাদেশ থেকে বিনা খরচে প্রতি মাসে ১০ হাজার শ্রমিক সৌদি আরব যেতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার সকালে রাজধানীর ইস্কাটনে কর্মী নেওয়ার প্রক্রিয়া ও অভিবাসন ব্যয় নির্ধারণসহ সামগ্রিক বিষয় চূড়ান্ত করতে সৌদি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে শ্রমিক যেতে কোনো খরচ লাগবে না, সংশ্লিষ্ট সৌদি কোম্পানি সব খরচ বহন করবে। শুধু পাসপোর্ট ও মেডিক্যালসহ আনুষঙ্গিক খরচ বাবদ ১৫-২০ হাজার টাকা লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রাজকীয় সভায় বাংলাদেশের ওপর থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরই ফলে কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করতে দেশটির ১৬ সদস্যের প্রতিনিধিদল রোববার বাংলাদেশ সফরে আসে। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আলফাহিদ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *