‘ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি’

Slider টপ নিউজ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ফেরাউনও আমলাতন্ত্রের বিকল্প বের করতে পারেনি। আমলাতন্ত্রের বিকল্প সোভিয়েত ইউনিয়ন, চীন, ফেরাউন ও খলিফারাও বের করতে পারেনি। আমলাতন্ত্র আমাদের মধ্যে আছে থাকবে। মঙ্গলবার শেরেবাংলা নগরে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমলাতন্ত্র মন্দ নয়, আমলাতন্ত্র ভালো, আমলাতন্ত্রের বিকল্পও নাই। সোভিয়েতরা বিকল্প বের করতে পারে নাই, চীনও বের করতে পারে নাই, ফেরাউনও পারে নাই।

পরিকল্পনামন্ত্রী বলেন, ফেরাউনকে এখানে নেতিবাচক হিসেবে তুলে ধরছি না। ফেরাউন শক্তিশালী সরকার ছিল। আমিও ছোট-খাটো আমলা ছিলাম, এখন আমি বড় আমলা।
আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। কাজেই আমলাতন্ত্রের এই প্রকল্প পাস হয়েছে আজকে।

উল্লেখ্য, মঙ্গলবার একনেক সভায় ‘বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে মন্ত্রী এই উদাহরণ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *