দুই দিনে বজ্রপাতে ৩৪ জনের মৃত্যু

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

ঢাকা: গত দুই দিনে বজ্রাপাতে সারাদেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল ১১জন ও আগের দিন ২৩ জন বজ্রপাতে মারা যান।

গতকাল রাজশাহীর চারঘাট উপজেলার চক কাপাসিয়া গ্রামে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, চক কাপাসিয়া গ্রামের আলেয়া বেগম (৫৫), মুক্তা খাতুন (৩৫), পরশ (১০) ও সোহান (১২)।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সমিরা জানান, ঝড়-বৃষ্টির সময় তারা সবাই একটি বাগানে আম কুড়াচ্ছিলেন।

পিরোজপুর:

স্বরূপকাঠিতে বজ্রপাতে স্বামী -স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আবুল কালাম (৫৫) ও তার স্ত্রী জাহানারা বেগম (৫০)। উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাদারীপুর:

জেলার শিবচরে বজ্রপাতে রাকিব শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব দোতারা এলাকার মোল্লাকান্দী গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে।

ফরিদপুর:

চরভদ্রাসনে সোমবার বিকেল ৪টার দিকে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে সিয়াম প্রামাণিক (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সিয়াম সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের বাসিন্দা সৌদী প্রবাসী শামসু মণ্ডলের একমাত্র ছেলে।

মেহেরপুর:

মুজিবনগরে বজ্রপাতে উকিল (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত উকিল উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের মৃত তেঁতুল হোসেনের ছোট ছেলে।

নওগাঁ:

জেলার সাপাহারে বজ্রপাতে হোসেন আলী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে জাম পাড়তে গিয়ে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

হোসেন আলী সাপাহার উপজেলার সাহাবাজপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

এছাড়া ঢাকার দোহার উপজেলায় পদ্মা তীরবর্তী এলাকায় বজ্রপাতে ফরিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বিলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি বিলাসপুরে বাল্কহেডে কাজ করতেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *