শ্রীপুরের বরমীতে উত্তেজনা মারধর লুটপাট, আহত-২

Slider জাতীয়

Gazipur__sm_298740228
শ্রীপুর: শ্রীপুর উপজেলার বরমী বাজারে  গাড়ি ভাংচূরকে কেন্দ্র করে
আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। হামলা, ভাংচূর,
অগ্নিসংযোগ ও দোকানপাট লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন।

রোববার( ৮জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদশীরা জানান, শনিবার সন্ধ্যায় বরমীতে স্থানীয় আওয়ামীলীগ নেতা খায়রুজ্জামানের একটি গাড়ি সহ বিভিন্ন স্থানে একাধিক গাড়িতে ভাঙচূর করে স্থানীয় বিএনপি ও ছাত্র দল। ওই ঘটনার প্রতিবাদে রোববার সকাল ১২টায় বরমী বাজারে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মিছিল বের হয়। মিছিল থেকে রাস্তায় পেয়ে বরমী বাজারে বরমী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সাহিদ(৫০) কে মারধর করা হয়। একই সময় সাহিদের একটি যন্ত্রাংশের দোকানে হামলা ও লুটপাট হয়। এর একটু পর বরমী বাজারে ছাত্র দলের নেতা মোঃ সুমন মিয়ার ভাই মোঃ সাকিল মিয়াকে মারধর করে আহত করা হয়। সাকিলের কম্পউটারের দোকানে ভাংচূর ও লুটপাট হয়।

স্থানীয় সূত্র জানায়, মিছিল কারীরা সাকিলের দোকানের সামনে থাকা সাকিলের একটি মটরসাইকেলে অগ্নিসংযোগ করে। অতঃপর ভস্মিভূত অংশ শীতলক্ষা নদীতে ফেলে দেয়।

সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশের উপস্থিতি পরিস্থিতির তেমন কোন উন্নতি হচ্ছে না বলে জানায় সূত্র।

এ ব্যাপারে শ্রীপুর থানার পরিদর্শক( তদন্ত) আবুল কাশেম পিপিএম বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *