❣️এক কাপ চায়ে আমি তোমাকে চাই❣️

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

ঢাকাঃ ভালবাসা আসলে সকালের এককাপ চায়ের মত। জীবনে খুব করে দরকার❤️

কখনো দরকার, কখনো অভ্যাস৷ চায়ে যেমন একটু চা-পাতা বেশি হলে তিতকুটে হয়ে যায়, বা চিনিটা বেশি পরলে শরবত লাগে, ভালবাসা ব্যপারটাও ঠিক তাই। ভালবাসায় অধিকার বেশি হয়ে গেলে তিতকুটে হয়ে যায় বা ভালবাসায় উষ্ণতা, এফোর্ট না থাকলে ভালবাসাও ঠিক ভালবাসা থাকে না।

জল দুধ চিনি চা’র রেসিপি খুবই সিম্পেল, কিন্তু সংমিশ্রণটা বেশ কম্পলেক্স। যার যেমন অভ্যাস, যার যেমন করে পছন্দ তেমন করেই চাই।
বিশ্বাস, প্রেম, সম্মান, অধিকার এসব দিয়ে ভালবাসার রেসিপিটাও মোটামুটি সেম।
কিন্তু সিম্পেলের মধ্যে গর্জিয়াস একটা রেসিপি, কম বেশি হয়ে গেলে জীবনে শান্তি ব্যপারটা আর শান্তি শান্তি থাকে না৷

সকালের চা, আর জীবনে ভালবাসা দুটোতেই কখনো কম্প্রোমাইজ করা উচিত না। মনমত না হলে, নিজে হাতে বানিয়ে নেয়া উচিত, সবটুকু এফোর্ট দিয়ে, ঠিক যতখানি ফুটলে ভালবাসার পরিপক্কতা আসে, ততখানি সময় দিয়ে জীবনে একবার হলেও কাউকে বলা উচিত,

❣️এক কাপ চায়ে আমি তোমাকে চাই❣️

লেখক
আফ্রিদা কনা
বিশ্ববিদ্যালয় ছাত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *