৫৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট ফটকে জাফরুল্লাহ-নূর-সাকিরা

Slider বাংলার আদালত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে আন্দোলনে নামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেসময় বিক্ষোভ কর্মসূচি থেকে গ্রেপ্তার হয় সংগঠনটির ৫৪ নেতাকর্মীকে।

সোমবার প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিতে সুপ্রিম কোর্টে আসেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

তাদের সঙ্গে সংহতি জানিয়ে সেখানে গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিও।

প্রথমে তাদেরকে ঢুকতে বাধা দিলেও পরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকীকে সুপ্রিম কোর্টে প্রবেশ করতে দেয়া হয়। তারা রেজিস্ট্রারের সাথে সাক্ষাৎ করেন। এসময় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *