চাঁপাইনবাবগঞ্জে ৮ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

Slider রাজশাহী

পরিস্থিতি বিবেচনায় সাতক্ষীরা, রাজশাহী ও খুলনায় লকডাউন দেয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সরকার এখনো তাদের সিদ্ধান্ত দেয়নি বলেও জানান তিনি। তিনি শুক্রবার গণমাধ্যমকে বলেন, চাঁপাই নবাবগঞ্জে যখন সংক্রমণের হার অনেক বেড়ে গেলো তখন সেখানে লকডাউন দেয়া হয়েছে। সেখানে প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ সংক্রমণ হার বাড়ার পর লকডাউন দেয়া হয়েছে। সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী ও খুলনায়ও সংক্রমণের হার বাড়ছে। তবে এখনো সেখানে সংক্রমণের হার শতকরা ২০-এর নিচে অথবা গড়ে ২০-এর মতো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, চিন্তা করছি সেখানে লকডাউন দেয়া হবে কিনা। দেখা যাক কী হয় ।

ডিজি বলেন, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এমন আট জন রয়েছে চাঁপাইনবাবগঞ্জের। এদের সবার ভারতে ভ্রমণের রেকর্ড রয়েছে। কিন্তু তারা সবাই ভালো আছেন। তবে লকডাউন করতে হবে যদি সংক্রমণের হার অনেক বেড়ে যায়। তবে এখন পর্যন্ত অন্যান্য জেলায় সেভাবে আমরা দেখছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *