ফের স্বর্ণের দাম বাড়লো

Slider অর্থ ও বাণিজ্য

দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে বাড়ছে ২ হাজার ৪১ টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াবে ৭৩ হাজার ৪৮৩ টাকা। নতুন দর রোববার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে ১০শে মে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে বেড়েছিল ২ হাজার ৩৩৩ টাকা।

অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৪ হাজার ৩৭৪ টাকা। গত বছরের ৬ই আগস্ট দেশে স্বর্ণের দাম সর্বোচ্চ ভরিতে ৭৭ হাজার ২১৬ টাকা উঠেছিল। সেটিই ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।

নতুন দর রোববার থেকে কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ৪৮৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৫১ হাজার ২৬৩ টাকায়। মূল্য বৃদ্ধি পাওয়ার আগে শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭১ হাজার ৪৪২ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকার বিক্রি হয়েছে ৪৯ হাজার ২২২ টাকায়। রোববার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৪১ টাকা বৃদ্ধি পাবে।

সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

এদিকে স্বর্ণের অলংকারের ক্ষেত্রে প্রতি গ্রামে (১ ভরি= ১১.৬৬৪ গ্রাম) সর্বনিম্ন ২৫০ টাকা মজুরি নির্ধারণ করে দিয়েছে জুয়েলার্স সমিতি। অর্থাৎ ভরিতে মজুরি ২ হাজার ৯১৬ টাকা। রুপার অলংকারের প্রতি গ্রামে মজুরি ২৬ টাকা। তার বাইরে ভ্যাট যুক্ত হবে।

বাজুস সহসভাপতি দেওয়ান আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ব্যাগজ রুলসের আওতায় সোনা আসছে না। আবার পুরোনো স্বর্ণের অলংকারও পরিশোধিত হয়ে জেলা পর্যায় থেকে রাজধানীতে আসছে না। সে কারণে বিশুদ্ধ স্বর্ণের ঘাটতি দেখা দিয়েছে। সব মিলিয়ে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *