লামায় প্রবাসীর বাড়ি থেকে স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার

Slider চট্টগ্রাম


বান্দরবানের লামা পৌরসভায় আজ শুক্রবার সন্ধ্যায় এক কুয়েতপ্রবাসীর বাড়ি থেকে তাঁর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের কে বা কারা, কখন হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলিপাড়ার কুয়েতপ্রবাসী নুর মোহাম্মদের বাড়ি বাইরে থেকে সারা দিন বন্ধ ছিল। বিকেলে পাড়ার লোকজন ও আত্মীয়দের সন্দেহ হয়। পরে জানালায় উঁকি দিয়ে প্রথমে দুই সন্তানের লাশ দেখতে পাওয়া যায়। এ সময় থানায় সংবাদ দিলে পুলিশ এসে দরজা ভেঙে প্রবাসীর স্ত্রী মাজেদা বেগম (৪০), এসএসসি পরীক্ষার্থী মেয়ে রাফি (১৬) ও ৯ মাস বয়সী নুরির লাশ উদ্ধার করে। নুর মোহাম্মদ কুয়েতে রয়েছেন।

প্রবাসী নুর মোহাম্মদের ছোট ভাই আবদুল খালেক জানান, তাঁর ভাবি মাজেদা বেগম তিন মেয়ে ও মাকে নিয়ে লামা পৌরসভার চম্পাতলিপাড়ার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার বড় মেয়ে ও তাঁর মা আলীকদমে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা সেখান থেকে ফেরেননি। দুই মেয়ে নিয়ে বাড়িতে ছিলেন মাজেদা বেগম।

লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল বশির আহম্মদ জানিয়েছেন, মা-মেয়ে তিনজনের লাশ বাড়ি থেকে পাওয়া গেছে। তবে কে, কখন ও কেন তাঁদের হত্যা করেছে, জানা যাচ্ছে না।

পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন, চম্পাতলিপাড়ায় প্রবাসীর বাড়িতে লাশ উদ্ধারের কাজ এখনো চলছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *