সংকটের সমাধান না হলে পরিণাম ভয়াবহ: ড. আকবর আলী খান

Slider জাতীয়

107341_Akbar Ali


 চলমান রাজনৈতিক সংকটে উদ্বেগ প্রকাশ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, যদি সংকটের সমাধান না হয় তাহলে পরিণাম আরো ভয়াবহ হবে।

 

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন।

 

ড. আকবর আলি বলেন, দেশের সংকট সমাধানে সিভিল সমাজের কিছু করার আছে। কিন্তু তারা কিছু করছে না। এখন তারা না করলেও আমাদের কিছু একটা করতে হবে। আমি আশাবাদী, যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছে তারা পথ হারাবে না। তিনি বলেন, সিভিল সমাজ ঐক্যবদ্ধ হলে কিছু একটা করা যেতে পারে।

 

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, নির্বাচনের জন্য যে প্রক্রিয়া আছে এটি ত্রুটিপূর্ণ। সংবিধানে অনেক জায়গায় ত্রুটি আছে সেগুলো দূর করতে হবে। সকলের কাছে গ্রহনযোগ্য পদ্ধতিতে একটি গ্রহনযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাহলে সংকট কেটে যাবে।

 

ড. শাহদীন মালিকের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহ উদ্দিন আহমেদ, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *