ঢাকাঃ করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। প্রতিদিন দেশটিতে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অক্সিজেনের অভাবে হাসপাতালে অনেকের মৃত্যু হচ্ছে। ইতোমধ্যে করোনায় একদিনে ভারতে ফের রেকর্ডসংখ্যক চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে চার হাজার ২০০ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৫৪ হাজার ২২৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৪৮ হাজার ৪৯৯ জন। এ নিয়ে মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪৫৬ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার