গাজীপুরে জোরপূর্বক ব্যক্তিগত রাস্তা নির্মান নিয়ে উত্তেজনা

Slider গ্রাম বাংলা

গাজীপুরঃ গাজীপুর সিটিকর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডে জোরপূর্বক ব্যক্তিগত রাস্তা নির্মান নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

নগরীর ২৯ নং ওয়ার্ডের ছোটদেওড়া নামক স্থানে ওই ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি থেকে জানা যায়, ব্যক্তিগত রাস্তা নির্মানের জন্য স্থানীয় যুবলীগের নেতা মিজানুর রহমানের নেতৃত্বে একটি গ্রুপ জোরকরে জমি নেয়ার জন্য আ ন ম সফিউল্লাহকে চাপ প্রয়োগ করেন। শফিউল্লাহ জমি কিনে রাস্তা নির্মানের কথা বললে খুন জখমের হুমকি দেয় মিজান। একপর্যায়ে জোরপূর্বক রাস্তা নির্মান শুরু করলে শফিউল্লাহ পুলিশের আশ্রয় নেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয়। পুলিশ স্থানীয় কাউন্সিলর অফিসে গিয়ে কাউন্সিলের উপস্থিতিতে ব্যক্তিগত রাস্তার জমি কিনে রাস্তা করার সিদ্ধান্ত দেয়। উভয় পক্ষ সিদ্ধান্ত মানলেও রাতের আধাঁরে আংশিক রাস্তা জোরপূর্বক নির্মান করায় বাদী শফিউল্লাহ থানায় পুনরায় জিডি করেন। শফিউল্লাহ জানান, মিজানুর রহমান মোবাইল ফোনে তার ভাই ও তাকে খুন জখমের হুমকি দিয়েছেন।

বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় এই নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *