আমার আমিকে দেখে গোলাপ ফোঁটাও
কিন্তু এটা কি দেখেছো
সেই গোলাপ পাঁপড়ি গুলো কষ্ট
মেখে ঝরে পরে নীরবে ।
আমার একাকীত্বের এতিম সময়
গুলো আমাকে কষ্টের নামতা পড়ায় ,
খুব করে পড়ায় ।
অস্থায়ী বন্ধু
অস্থায়ী সংসার সঙ্গী
অস্থায়ী স্বজন প্রীতি
হয়তো একদিন সন্তানেরাও হয়ে যাবে অস্থায়ী
সুখ নিখিলে স্থায়ী অভিসারে
আমার আমিটাই যেনো অস্থায়ী,
স্বপ্ন, চাওয়া, ভরসা, বিশ্বাস ও প্রেম এসব কখনোই স্থায়ীভাবে আসেনি জীবনের কোনো রূপে আমার।
তাই তো জীবন মানে আশ্রয়হীন শান্তি ।
ভালো থেকো অস্থায়ী সব
পরিশেষে ভালো থেকো
অনন্তকাল ভালো থেকো ।
১৯/৪/২১
৹৹৹৹৹৹৹৹৹৹