লন্ড‌নে নিজ বাড়ী থে‌কে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার

Slider বিচিত্র


সাইদুল ইসলাম: অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপির বড় জামাতার লাশ লন্ড‌নে নিজ ঘ‌রে পাওয়া গে‌ছে। তি‌নি অর্থমন্ত্রীর বড় মে‌য়ে কাসফি কামালের স্বামী।

লন্ড‌নে অর্থমন্ত্রী প‌রিবা‌রের ঘ‌নিষ্টজন সাংবা‌দিক রা‌জিব আহ‌মেদ রোববার বি‌কে‌লে আমাদের সময় ডটকমকে জানান,নিহত মো: দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ব‌লে প্রাথ‌মিকভা‌বে পু‌লিশ ধারনা কর‌ছে। মরহুমের বয়স ৪৬ ।

তিনি ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভা‌গ্নে ও সাঈদ খোকনের ফুফাত ভাই ।

তার পরিবারের বাকী সদস্যরা বাংলাদেশে অবস্থান কর‌ছেন। ধারনা করা হচ্ছে শুক্রবার তিনি মৃত্যু বরন করেন । রোববার পুলিশ এসে বাসার দরজা ভেঙ্গে তার লাশ বের করে মর্গে নিয়ে গেছে।

প‌রিবা‌রের সদস্যরা সবাই বাংলা‌দে‌শে অবস্থান করায় বিষয়টি লন্ড‌নে বাংলা‌দেশ হাইক‌মিশন তদার‌কি কর‌ছে ব‌লে জানা গে‌ছে। এ ব্যপা‌রে জান‌তে রোববার বিকে‌লে হাই ক‌মিশ‌নের প্রেস মি‌নিষ্টার আ‌শিকুন্নবী চৌধুরীর সা‌থে যোগা‌যোগ করা হ‌লেও তা‌কে ফো‌নে পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *