১৭ই এপ্রিল থেকে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট

Slider জাতীয়


ঢাকাঃ ১৭ই এপ্রিল থেকে লকডাউনের কারণে আটকেপড়া প্রবাসী কর্মীদের জন্য আগামী বিশেষ ফ্লাইট চালু হচ্ছে। প্রতি সপ্তাহে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর- এ পাঁচটি দেশে শতাধিক ফ্লাইটে প্রবাসী কর্মীদের পরিবহন করা হবে।

বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বেবিচকের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ই এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে মধ্যপ্রাচ্যের চার দেশ (সৌদি আরব, ওমান, কাতার, ইউএই) এবং সিঙ্গাপুরে স্পেশাল ফ্লাইট চলবে। বর্তমান সিডিউল ফ্লাইটসমুহকে স্পেশাল ফ্লাইট হিসেবে ঘোষণা করা হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালন, কোয়ারেন্টাইন ও অন্যান্য বিষয় বিবেচনা করে আদেশ জারি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *