এই পরিস্থিতিতে কেন হাসপাতালে এসেছো?

Slider রাজনীতি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের চেয়েও বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা আছেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বৃহস্পতিবার রাতে রাজধনীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সনের সাথে দেখা করে বের হওয়ার পর তিনি সাংবাদিকদের একথা জানান।

উল্লেখ্য বৃহস্পতিবার রাতে কোভিড-১৯-এ আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যান করাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

হাসপাতাল থেকে বের হয়ে বরকত উল্লাহ বুলু বলেন, “ম্যাডাম আমাকে দেখে জিজ্ঞেস করেছেন ‘কেমন আছো?’ বললাম, জ্বি ম্যাডাম ভালো আছি। কিছুটা ধমক দিয়েই বললেন ‘এই পরিস্থিতিতে কেন হাসপাতালে এসেছো?’ আমি বললাম, ম্যাডাম আপনাকে দেখতেই এসেছি৷ এমন টুকটাক কথা হয়েছে। সাবলীলভাবেই তিনি কথা বলেছেন। ম্যাডামের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। তাকে দেখে তার মনে হয়েছে, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। ম্যাডামকে দেখে মনে হয়েছে তিনি আমাদের চেয়েও আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা আছেন।”

এসময় বুলু আরো জানান, আমি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। রিপোর্ট দেখেছি। উনার ফুসফুসের সংক্রমণ ‘আন্ডার টেন বিলো’। অর্থাৎ এর মাত্রা ১০-এর নিচে। যা খুবই স্বাভাবিক।

উল্লেখ্য বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে যাওয়ার জন্য তার নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন। পরে হাসপাতালে গিয়ে তার সিটিস্ক্যান করান। পরে বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে ১০.৫০ মিনিটে নিজ বাসায় ফিরেন বিএনপি চেয়ারপার্সন। কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়ে নিজ বাসভবন ফিরোজায় ফেরার পর এবারই প্রথম বাহিরে বের হন বিএনপি চেয়ারপার্সন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *