আরো ৯৪ জনের মৃত্যু- করোনায় প্রাণহানি ১০ হাজার ছাড়াল

Slider জাতীয়


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯৪ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯২জন। এতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২৫৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮হাজার ৭৭০টি নমুনা সংগ্রহ এবং ১৯হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫১লাখ ১৫হাজার৫৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *