যুবক তোমার জন্য বই নিয়ে শিক্ষক সম্পা নাসরিনের কিছু কথা

Slider সাহিত্য ও সাংস্কৃতি


আসসালামু আলাইকুম। আমি শম্পা নাসরিন।পেশায় শিক্ষক ও একজন উদ্যোক্তা।
আজ আমি যার সম্পর্কে লিখবো আপনারা সবাই তাকে শিশু সাহিত্যিক হিসেবে চেনেন।
শিশু সাহিত্যিক খায়রুননেসা রিমি আপুকে নিয়ে যাই লিখি না কেন সেটা আপার সম্পর্কে কম লেখা হয়ে যাবে। আপুর মত এত ভালো মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি।মানুষকে আপন করে নেয়া,কাছে টেনে নেয়ার জ্বলন্ত উদাহরন রিমি আপু।

খায়রুননেসা রিমি আপু বাসাবোর মেয়ে। বর্তমানে বাসও করছেন বাসাবোতেই।আপুর জন্ম ১৯৭৬ সালে।ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার জননী। আপু লেখালেখি করতে গিয়ে অসংখ্য পুরষ্কার পেয়েছেন যা আমরা কম বেশি সবাই জানি।

📌আপু একাধারে শিক্ষক এবং লেখক।
আপু বর্তমানে South point school and College শিক্ষকতা করেন।

আপুকে আমি প্রথম দেখি বাসাবো উদ্যোক্তাদের চা আড্ডায়। আপু খুব প্রানবন্ত ও চমৎকার একজন মানুষ।

প্রতিবারের মতো এবারের বইমেলায়ও আপুর পদচারনা ছিল মুখরিত। আপুর “যুবক তোমার
জন্য ” বইটির মাশাল্লাহ দারুণ কাটতি।

📌বাস্তব ঘটনা অবলম্বনে লিখা বইটি যে করোর চোখে জল আনবে।

📌আপুর সম্পাদনায় আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের লেখা নিয়ে🌹 উদ্যোক্তাদের গল্প 🌹
বইটি বই মেলায় আপু নিজ দায়িত্বে এনেছেন।
আপুর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০ টি।
♥️যুবক তোমার জন্য♥️ বইটি এবার বইমেলার একটা বেস্ট সেলার বই ছিলো।
করেনার কারণে আপনারা যারা
🍀যুবক তোমার জন্য ও উদ্যোক্তাদের
গল্প বইটি 🍀 এখনও সংগ্রহ করতে পারেননি তারা চাইলে সরাসরি আপুর সাথে যোগাযোগ করেও বইগুলো পেতে পারেন।
বইগুলো পড়ে আমার ভীষণ ভালো লেগেছে।আপনাদেরও ভালো লাগবে আশাকরি।

আমি আপুর সর্বাঙ্গীন সুস্থতা ও উন্নতি কামনা করি।

সম্পা নাসরিন
ওনার অফ
dreamy bed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *