ভারতের আসাম রাজ্যের এক বাসিন্দাকে অপহরণের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। গত ১২ এপ্রিল আসামের মালেগড় এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার এ নিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হওয়ার কথা ছিল। বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা জানান, গত ১২ এপ্রিল ২১ বছর বয়সী আইনুল রহমানকে সীমান্তের কাঁটাতারের কাছ থেকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন বাংলাদেশি নাগরিক। আইনুল জঙ্গলে গিয়েছিল কাঠ ও বাঁশ সংগ্রহ করতে। কিন্তু সারাদিনেও সে না ফিরলে তার পরিবার তাকে খুঁজতে যায়। তখন সেখানকার গ্রামবাসী জানায় যে, কিছু বাংলাদেশি এসে আইনুলকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে গেছে। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, এ অভিযোগ নিয়ে তদন্ত চালু করা হয়েছে।
তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।