একটা অন্যরকম ভালোলাগার বই যুবক তোমার জন্য

সাহিত্য ও সাংস্কৃতি

অনেকদিন আগে নিয়েছি যুবক তোমার জন্য বইটি কিন্তু এখনো রিভিউ দিতে পারেনি।আমি একজন উদ্যোক্তা।কিছুদিন আগে আমি একটা দোকান নিয়েছি এবং বাসায় তৈরি করে সেই খাবারগুলো দোকানে নিতে হয় তাই সময়ের সাথে তাল মিলিয়ে উঠতে পারেনি। একারণে রিভিউ দিতে একটু দেরী হয়ে গেলো।
২০১৯ সালের ফেসবুক কাঁপানো যুবক কাহিনি নিয়ে এই বইটি রচনা করা হয়েছে।এই বইয়ের লেখাগুলো ফেসবুকের সকল পাঠকের মন কেড়েছে।
মন কেড়ে নেয় আমারও। আপুর লেখাগুলো অনেক সুন্দর।
ভাষার গাঁথুনি এত চমৎকার কি বলবো ভাষা খু্ঁজে পাচ্ছি না। এই বইয়ের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে গদ্য,পদ্য,অণুকাব্য,পত্রকাব্য ও গল্প।বোঝাই যায় অনেক যত্নসহকারে বইটি লেখা হয়েছে।

একযুবকের বাস্তব জীবন কাহিনী আছে বইয়ের লাস্টে। যা পড়লে চোখে পানি চলে আসে।ছন্দ ও ভালোবাসা সব মিলিয়ে বইটা সেজেছে অন্যরকমভাবে। আমার তো মন কেড়ে নিয়েছে এবং একবার নয় আমি তিনবার বইটা পড়েছি।তাই আশা করি সবার কাছে বইটি পড়লে ভালো লাগবে। বইটি পাওয়া যাচ্ছে বইমেলাতে ৬১৫ নং স্টলে এবং কেউ চাইলে আপুর কাছ থেকেও নিতে পারবেন।

আমাদের বই পড়ার অভ্যাস মোটামুটি সবার আছে। আশাকরি সবাই বইটি একবার হলেও সংগ্রহ করে পড়ে নেবেন।মূল্য টাও কিন্তু হাতের নাগালে একদম।😍☺
আনিসা জারা
তরুণ উদ্যোক্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *