আহসান মনসুর বললেন গরিবের ঘরে খাবার পৌঁছে দিতে হবে

Slider লাইফস্টাইল

করোনা ভাইরাস সারাবিশ্বকে স্থবির করে ফেলেছে। উন্নত-অনুন্নত সব দেশেই এ সমস্যা বিরাজ করছে। বাংলাদেশও এর বাইরে নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। এর প্রয়োজন আছে। তবে সরকারকে খেয়াল করতে হবে যেন কেউ অনাহারে না থাকে, যেন নিম্ন আয়ের মানুষরা খাবার সংকটে না পড়ে। এজন্য গরিব, দরিদ্রের ঘরে খাবার পৌঁছে দিতে হবে। গতকাল পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী

পরিচালক আহসান এইচ মনসুর আমাদের সময়ের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আনতে ১০ থেকে ১৫ দিনের কঠোর লকডাউনের প্রয়োজন আছে। তা না হলে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাবে না। কোভিড কন্ট্রোল না করলে দেশের অর্থনীতি সচল থাকবে না।

আহসান এইচ মনসুর বলেন, লকডাউনের সময় মানুষের কাছে খাবার পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে বস্তিবাসী এবং নিম্ন আয়ের মানুষদের ঘরে খাবার পৌঁছাতে হবে। পাশাপাশি রাস্তার

মানুষদেরও খাবার দিতে হবে। তিনি আরও বলেন, হাসপাতাল, আইসিইউ, অক্সিজেন সেবা বাড়াতে হবে। এক্ষেত্রে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে যাতে মানুষ সেবা

পান, সেজন্য খরচ কমাতে হবে। করোনা ভ্যাকসিন নিয়ে তিনি বলেন, ভ্যাকসিন আমাদের লাগবেই। এজন্য দেশেই যাতে ভ্যাকসিন উৎপাদন করা যায়, তার উদ্যোগ নিতে হবে। তিনি জানান, বর্তমান ভ্যাকসিনের মান

ভালো নয়। এ ছাড়া বিকল্প দেশ থেকে ভ্যাকসিন আমদানির ব্যবস্থা রাখা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *