ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর-১ নম্বরের দিয়াবাড়ি এলাকার সড়কে ক্লাসিক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-জ-০৪-২০২৭৮) আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান ফরহাদুজ্জামান।