জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘সিরাজুল ইসলাম চৌধুরীর সাহিত্য-বিষয়ক প্রবন্ধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Slider তথ্যপ্রযুক্তি

আসাদুজ্জামান আকাশ: প্রজ্ঞা ও প্রগতির মনস্বী লেখক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ : প্রসঙ্গ সাহিত্যচিন্তা শিরোনামে গবেষণা অভিসন্দর্ভের আলোকে রচিত, ‘সিরাজুল ইসলাম চৌধুরীর সাহিত্য-বিষয়ক প্রবন্ধ’ শীর্ষক এক গবেষণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

একাডেমিক কমিটি আর্টস গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইকবাল রুমী শাহ্ এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সালাউদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনলাইন সেমিনারে বিষয় বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সৌমিত্র শেখর। অনলাইনে উপস্থিত থেকে জুম এপস্ এর মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমএএস গবেষক আবুল কালাম মোহাম্মদ মাকসুদুল আলম। গবেষকের কার্যক্রমকে উৎসাহিত করে তার কার্যক্রম আরো সুন্দর ভাবে করার জন্য পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গবেষণা তত্ত্বাবধায়ক ড. আ. ন. ম. ফজলুল হক সৈকত, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ইয়াহ ইয়া, এমএএস গবেষক শামীমা আক্তার প্রমুখ। অংশগ্রহণকারীদের মধ্যে অনলাইনে সম্পৃক্ত ছিলেন ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান ও পালি বিভাগের সহকারী অধ্যাপক জগন্নাথ রড়ৃয়া, পিএইচডি গবেষক সহকারী অধ্যাপক সুলতান উদ্দিন, পিএইচডি গবেষক আতাউর রহমান, এমএএস গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ, মারুফা আক্তার, মো. লোকমান, সাবিনা ইয়াসমিন, সুমন্ত সাহা, আল হামরা পারভীন, সৈয়দা ফারজানা, ফারজানা মুক্তা, কামরুজ্জামান, রিয়াজ উদ্দিন, রিজওয়ানা সুলতানা, শর্মিন সিদ্দীকা, তাছলিমা আক্তার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *