জনস্বাস্থ্য বিবেচনা করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর প্রথমবারের মতো আবার সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে এ কথা জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্তু গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে। টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে। বিয়ে-পর্যটনসহ নানা কারণে যারা বেশি বেশি ঘুরে বেড়িয়েছেন তারাই করোনা আক্রান্ত হয়েছেন বেশি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রথমে করোনাভাইরাস যখন দেখা গেল, যেভাবে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করেছিলাম, সেভাবে আবার আমাদেরকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। সেজন্য কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে।’
এ ক্ষেত্রে জনগণের সহায়তা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করবো। সবথেকে বড় বিষয় হলো মাস্ক পরে থাকা। মাস্ক পরাসহ, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই।’
করোনা সংক্রমণ রোধে সীমিত মানুষ নিয়ে কাজ করার অভ্যাস করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।