ঢাকাঃ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার রাত পৌনে বারোটার দিকে তাদের করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ আসে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
এদিকে, বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম ড. খন্দকার মোশাররফের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেছেন।